মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া র‍্যাবের অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




 





কুষ্টিয়া র‍্যাব-১২ অভিযানে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলার ভেড়ামারা হইতে ঈশ্বরদী গামী লালন শাহ্ সেতুর ২০১ নং টোল প্লাজায় পাকা রাস্তার উপরে একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে দুইজনকে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, পাবনা জেলা সদরের শালগাড়িয়া খাপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে শামীম হোসেন ও একই জেলার মহেন্দ্রপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে সানোয়ার। মোটরসাইকেলে তল্লাশি করে তাদের দুজনকে ফেনসিডিল সহ গ্রেফতার করে বলে জানা গেছে।

এদিকে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পাবনা জেলার একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সাথে জড়িত কুখ্যাত ০২ জন মাদক কারবারী ৯২ বোতল ফেনসিডিল ও ০১টি মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। র‍্যাব জানায়, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ
সুপার খন্দকার গোলাম মোত্তুর্জা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‍্যাব
সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ৯২ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল, দুইটি সিম ও নগদ পাঁচ হাজার পাঁচশত টাকা সহ দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তথ্য সূত্রে জানা গেছে, আসামি শামীমের নামে ০৯টি মামলা ও অপর আসামি সানোয়ারের নামে ০৩টি মামলা রয়েছে। পরে আসামিদ্বয়কে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার ভেড়ামারা থানায় হস্তান্তর করা হয়েছে।