মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় আনন্দ পাঠশালার ভর্তি মেলা ও দোয়া মাহফিল

প্রকাশিত হয়েছে -




কুষ্টিয়া প্রতিনিধিঃ





শিক্ষায় আছে আনন্দ’ আনন্দে গরবো দিগন্ত প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দ পাঠশালার পথচলা তিনবছর।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া শহরের ১৯ পূর্ণ চন্দ্র লাহিড়ী লেন গোসালা গলিতে আনন্দ পাঠশালা প্রতিষ্ঠানে ছয় দিন ব্যাপী আনন্দ ভর্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়া প্রথমদিনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন কোর্ট স্টেশন জামে মসজিদের খতিব রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ শাফী আব্দুল্লাহ। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল ২৪ টেলিভিশনের জেষ্ঠ প্রতিবেদক কুষ্টিয়ার শরীফ বিশ্বাস। এছাড়া সৌরভ, রনি, শুভ প্রমূখ।
আনন্দ এই পাঠশালা কুষ্টিয়া শহরের ১৯ পূর্ণ চন্দ্র লাহিড়ী লেন গোসালা গলিতে। এর আগে ম: আব্দুর রহিম সড়ক কদমতলা মোড়ে ছিলো। সেখানে ২০২১ সালে সুশীল ব্যক্তিবর্গ দ্বারা প্রতিষ্ঠিত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আনন্দ পাঠশালা যাত্রা শুরু করে।
শিশুদের জন্য এই বিদ্যালয় গড়ে তুলেছেন এক ঝাঁক তরুণ। এতে অন্যান্য পরিচালকদের মধ্যে বিশেষ অবদান রয়েছে মোস্তফা আল মামুন, শফিকুল ইসলাম অনিক, শাম্মী আক্তার, আল নোমান, আলী আদনান প্রমূখ।
এসময় বিদ্যালয়ের অধ্যক্ষ শাফী আব্দুল্লাহ বলেন, কমলমতি শিশুদের নিয়ে আমাদের পথ চলা। শুরু থেকে এি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে আসছে। তিনি বলেন, একজন অভিভাবক নানান কাজে ব্যস্ত থাকায় তার সন্তানকে সময় দিতে পারে না। সন্তানের লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় থাকে। শিশুর মেধা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন হয়। সেই ব্যবস্থাও আনন্দ পাঠশালাতে রয়েছে। তিনি আরো বলেন, শিশুর উঠতি বয়সে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে তারা একদিন সু-শিক্ষায় নিজেকে গড়ে তুলতে পারবে। সেই চিন্তা থেকে বিদ্যালয় খোলা হয়েছে, আজ পথ চলার তিনবছর।