মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামী ছাত্র শিবিরের নবীর বরণ অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিনিধি :





 সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক  নাগরিক তৈরীর ভিশন নিয়ে  কুষ্টিয়া সরকারি কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকালে সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া সরকারি কলেজ শাখার আয়োজনে এ আযোজন করা হয়।
রেজিস্ট্রেশন এর মাধ্যমে বাছাই করা শিক্ষার্থীদের প্রথমে  ফুলেল শুভেচ্ছা, টিশার্ট, হিজাব ও গিফট ব্যাগ ও জীবন গঠনের বই, ক্যালেন্ডার প্রদান করা হয়।
কুষ্টিয়া সরকারি কলেজের শিবিরের সভাপতি হাঃ মুজাহিদুল ইসলাম ও  হাঃ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ শফিউল্লাহ। প্রধান আলোচোক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোঃ সুহাইল।
সেসময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া শহর শাখার সভাপতি হাঃ সেলিম রেজা, সেক্রেটারি সাকিবুল হাসান,অধ্যাপক ড.কামরুল হাসান, কুষ্টিয়া সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক হাসিবুর রহমান প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রায় এক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এমন গোছালো আর সুন্দর অনুষ্ঠানে আসতে পেরে শিক্ষার্থীরাও শিবিরের কার্যক্রমকে সাধুবাদ জানান এবং বিভিন্ন প্রোগ্রামের  আহ্বানও জানান তারা।
এসময় বক্তারা, সুন্দর জীবন গঠনে একাডেমিক পড়াশোনা ও ধর্মীয় জ্ঞান অর্জনের প্রতি  গুরুত্বআরোপ করেন।