মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপল আহত

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





মোটরসাইকেল দুর্ঘটনায়, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক  নাহিদুল ইসলাম রুপল আহত হয়েছেন।

রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ডিসি কোর্টের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একজন বয়স্ক মহিলা অসতর্ক অবস্থায় রাস্তা পার হওয়ার সময়  মোটরসাইকেলের সামনে চলে আসে।

মহিলাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়লে ডান হাত ভেঙে গিয়ে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠাই। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তারের পরামর্শ নিয়ে তিনি বাড়িতে চলে যান।