নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬বছর পর উন্মুক্ত পরিবেশে মহান বিজয় দিবসে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে কুষ্টিয়ার পদবঞ্চিত নেতৃবৃন্দ।
১৬ ডিসেস্বর মহান বিজয় দিবস উপলক্ষে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদারের নেতৃত্বে বিজয় র্যালি শেষে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানান জেলা বিএনপির পদবঞ্চিত নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামীমুল হাসান অপু, সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, আব্দুর রাজ্জাক বাচ্চু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবির, সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহীদুজ্জামান শিপন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইসতিয়াক আহমদ সাবাব, সাধারণ সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মাজমাদার বলেন, বিগত ১৬বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় ছিলো না কোন স্বাধীনতা। ১৯৭১ সালে ৩০লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, সেই স্বাধীনতা থেকে আমাদের বঞ্চিত করে রেখেছিলো স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। মহান বিজয় দিবস আমাদের অহংকার। দিনটিতে আমরা শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি নাই। যদিও বা জানিয়েছি গোপনে। প্রকাশ্যে ফুল নিয়ে বিএনপির নেতাদের আসতে দেখলে তাদের যুবলীগ ক্যাডার বা সদ্য নিষিদ্ধ ছাত্র লীগ ক্যাডারদের লেলিয়ে দিতো। এতেও পেরে না উঠলে মিথ্যা মামলা দেখিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করতো। এছাড়া ২১ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬মার্চ স্বাধীনতা দিবস কোন দিবসেই আমরা সঠিক ভাবে শ্রদ্ধা জানাতে পারি নাই। তিনি আরো বলেন, ১৯৭১ সালের যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে মোকাবিলা করে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তেমনি ভাবে জনগন আওয়ামী লীগের অত্যাচার সয্য করতে না পেরে গত ৫আগস্ট আওয়ামী লীগের বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতা এক হয়ে দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। এসময় তিনি ১৯৭১ সালের সকল শহীদ ও ২০২৪ সালে গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ্য করে বলেন, আগামী নির্বাচনে জনগন দেশের কল্যানে বিএনপিকে শতস্ফুর্তভাবে ভোট দিয়ে দেশ পরিচালনার সুযোগ করে দিবেন।