মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপলের নেতৃত্বে বিশাল বিজয় র‍্যালি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিবেদক :





১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাহিদুল ইসলাম রুপলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শহরে বিশাল বিজয় র‍্যালি করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায়
কুষ্টিয়া পলিটেকনিক কলেজের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। এরপর সাবেক ছাত্রদল নেতা নাহিদুল ইসলাম রুপলের নেতৃত্বে বিশাল র‍্যালি নিয়ে কুষ্টিয়া পৌরসভায় পৌঁছালে , সেখানে জেলা বিএনপির র‍্যালিতে যুক্ত হন।

এরপর র‍্যালিটি কুষ্টিয়া কালেক্টর চত্তরে পৌঁছালে সেখানে মহান মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন নেতাকর্মীরা।

এসময় কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম রুপল, শহর ছাত্রদলের সম্মানিত করে সদস্য সাইফ হোসেন সংগ্রাম, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব পিয়াস কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য হাফিজুর রহমান হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।