মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

হরিনারায়ণপুর ছাত্র কল্যান সমিতির অন্তবর্তী কমিটি বিলুপ্ত

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদঃ





দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রকাশ্যে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করা হয়। যা সামাজিক যোগাযোগমাধ্যমেছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে জিন্স প্যান্ট ও টপস পরা দুই তরুণী আপত্তিকর ও অশ্লীল নৃত্য পরিবেশন করছে। তাদের হিন্দি গানেও নাচতে দেখা যায়।

আজ হরিনারায়ণ পুর ছাত্র কল্যান সমিতির
সংগঠেন উপদেষ্টা পর্ষদ কমিটির গঠনতন্ত্রের ক্ষমতাবলে ১৭/১২/২০২৪ ইং তারিখে জরুরী সভায় হরিনারায়ণ পুর ছাত্র কল্যানের আহ্বায়ক কমিটি বাতিল ঘোষণা করে। সেই সাথে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ২০ ডিসেম্বর হরিনারায়ণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে বিকেল ৪ ঘটিকায় মিটিং আহ্বায়ণ করা হয়েছে । ঐ সভা হতে অন্তর্বতীকালীন কমিটি ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার সন্ধায় হরিনারায়ণপুর ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুর রশীদ তর্কাবাগীশ সভাপতি ও অধ্যাপক সত্যনাথ বিশ্বাস সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয় হরিনারায়ণপুর ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান সাগর জানান ‘বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে আলোচনা সভা শেষে আমিসহ সংগঠনের কয়েকজন বাইরে গিয়েছিলাম। এর মধ্যে কে বা কারা দুই তরুণীকে নাচের জন্য মঞ্চে তুলে দেন। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবু সংগঠনের সভাপতি হিসেবে এর দায় মাথায় নিয়ে ক্ষমা প্রার্থনা করছি।’

স্থানীয়রা জানান আনন্দ রেলি,আলোচনা সভা, কুষ্টিয়ার লাঠিয়াল বাহিনী নিয়ে লাঠি খেলা সব ভালো কাজ এক কাজেই শেষ
সংগঠনটির অনেক সুনাম ছিল কুষ্টিয়া জেলা ক্রিয়া সংস্থার অন্তর্ভুক্ত একটা ক্লাব, এমন ঘটনা ঘটবে আমরা আশাবাদী ছিলাম না।