নিজস্ব প্রতিনিধিঃ
যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি। সোমবার (১৬ডিসেম্বর) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সাথে মিলিত হয়ে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান। এর আগে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের নেতৃত্বে শহরের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্বরে অবস্থান সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এসময় সদর উপজেলা বিএনপির শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক ও জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুব আলম বিশু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খোকন। সদর বিএনপি নেতা আশারাফুল ইসলাম নয়ন, সাইফুল ইসলাম ভুট্ট, হাবিবুর রহমান হাবিব, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান সেক্সপিয়ার, সেলিম উদ্দিন, হাফিজুর রহমান সহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে জেলা বিএনপির আহবায়ক কমিটির ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে সদর উপজেলা বিএনপি সহ পর্যায়ক্রমে বিএনপির অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা (৩০লক্ষ) শহীদ হয়েছেন ও ২০২৪ সালের ৫আগস্ট গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা সহ ৭১সালের মুক্তিযুদ্ধে যে সকল যোদ্ধারা লড়াই করে এখনো বেঁচে আছেন তাদের ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং নতুন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা অংশ নিয়ে এখনো আহতরত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেন। এছাড়া স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা রেখে ও দেশের সকল শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।