মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় দুই ভাইকে হত্যা মামলার ১২ আসামি রিমান্ডে

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি:





কুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে নৃশংসভাবে আপন দুই ভাইকে হত্যা মামলার ১২ আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিন রিমান্ড মঞ্জুর করা হয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দৌলতপুর আমলি আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের আসামিরা হলেন—সোহেল বিশ্বাস, মহসিন বিশ্বাস, মাসুদ বিশ্বাস, ফোয়াদ বিশ্বাস, সেকেন বিশ্বাস, নাজির পেয়াদা, কারিবুল, নান্টু, জলিল বিশ্বাস, মেহেদী মন্ডল, গনি মন্ডল ও সজিব পেয়াদা। তারা কয়েক সপ্তাহ আগে আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অপূর্ব কুমার ঘোষ। তিনি বলেন, আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলার ১৮ আসামি কারাগারে রয়েছেন। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। এর আগে, গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাতারপাড়া গ্রামের বাজারে পূর্বশত্রুতার জেরে আপন দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। ময়নাতদন্ত শেষে ৩১ অক্টোবর বাদ আসর জানাজা শেষে সাতারপাড়া গোরস্তানে তাদের মরদেহ পাশাপাশি দাফন করা হয়। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। নিহতরা হলেন—দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের সাতারপাড়া গ্রামের রমজান মণ্ডলের ছেলে হামিদ (৫০) ও নজরুল ইসলাম মন্ডল (৪৫)। নজরুল ব্যবসা করতেন আর হামিদ কৃষক। ৩ অক্টোবর দুপুরের দিকে নিহত নজরুল ইসলামের ছেলে সুরুজ আলী দৌলতপুর থানায় মামলা করেন। মামলায় মোট ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়াও এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৮-১০ জনকে।