মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মহান বিজয় দিবসে কুষ্টিয়া সরকারি কলেজের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করেছে কুষ্টিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ। সোমবার (১৬ডিসেম্বর) সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে মুক্তিযুদ্ধের স্মারক অঙ্গীকারে কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

এসময় কলেজের প্রফেসর অধ্যক্ষ মোল্লা মোঃ রুহুল আমীন, প্রফেসর উপাধক্ষ্য ড. মোঃ আব্দুল লতিফ, সম্পাদক ড. আব্দুল কুদ্দুস খান ও অন্যান্য শিক্ষকদের মধ্যে ড. নবীনুর রহমান খান, ড. জাহিদুল ইসলাম, শাহরিয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন বিজয় দিবস উদযাপন কমিটি সরকারি কলেজের আহবায় রোকনুজ্জামান। পরে তারা ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন। এদিকে সরকারি কলেজে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে যারা (৩০লক্ষ) শহীদ হয়েছেন ও ২০২৪ সালের ৫আগস্ট গনঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা সহ ৭১সালের মুক্তিযুদ্ধে যে সকল যোদ্ধারা লড়াই করে এখনো বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা এবং নতুন বাংলাদেশ গড়তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়ে এখনো আহতরত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।