মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

উজানগ্রাম ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদ :





কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনের জন্য কমিটি গঠন করা হয়েছে২০/১২/২০২৪ খ্রীঃ ইং তারিখে শুক্রবার সকাল ৯টায় উজানগ্রাম ইউনিয়নের বিত্তিপাড়া (কুঠি)বাজার জামে মসজিদ প্রঙ্গনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থানাধীন জামায়াতের আমীর রফিকুল ইসলাম।

বৈঠকে প্রধান অতিথি মোঃ হায়দার আলী মাষ্টার সহ ১৫ সদস্য বিশিষ্ট জামায়াতে ইসলামী উজানগ্রাম ইউনিয়ন কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিতে মোঃ হায়দার আলী মাষ্টারকে (ইউনিয়ন আমির)ও মাওলানা কামাল হোসেনকে (সেক্রেটারি) হিসাবে বহাল রেখে বাকি সদস্যরা হলেন,সহকারী সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খুরশীদ আলম পল্টু, শ্রমিক কল্যাণ সম্পাদক আব্দুল খালেক, ওলামা সম্পাদক মাওলানা হুসাইন আহাম্মদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুব সম্পাদক মোঃ শিপন আলী, পেশাজীবী বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ডাঃ বাবুল হোসেন, ব্যবসায়ী বিষয়ক সম্পাদক মোঃ আকরাম আলী খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ আতিয়ার রহমান, প্রচার সম্পাদক ডাঃ আলিমুজ্জামান ঝন্টু,এবং ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ আহাম্মদ আলী কলম।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামাত ইসলামীর উপজেলা ও ইউনিয়ন নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মীরা।