মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ইবির বিত্তিপাড়ায় কুষ্টিয়া র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




ইবি প্রতিনিধিঃ





কুষ্টিয়ার মাদক ব্যবসায়ী তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করছে র‌্যাব-১২।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে ইবি থানাধীন বিত্তিপাড়া বাজার এলাকা থেকে র‌্যাব-১২ আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন, জেলার ইবি থানার সোনাইডাঙ্গার নুরুল আমিন বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস।

এবিষয়ে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে জানতে পেরে, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল শনিবার সন্ধা সাড়ে ছয়টার দিকে ইবি থানাধীন বিত্তিপাড়া বাজার এলাকায় ২০মিনিট অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ইবি থানার মাদক মামলার তিন বছর সশ্রম কারাদন্ড, অর্থদন্ড ও অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। পরে আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইবি থানায় হস্তান্তর করা হয়েছে।