মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভেড়ামারায় কিশোর কন্ঠের আয়োজনে অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা

প্রকাশিত হয়েছে -




আজিজুল হাকিম।।





কুষ্টিয়া জেলা কিশোর কন্ঠ ফাউন্ডেশনের উদ্দ্যেগে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ ভেড়ামারা সরকারী কলেজে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় ভেড়ামারার বিভিন্ন প্রাথমিক  ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩’শ মেধাবী শিক্ষার্থী অংশ গ্রহন করেন। সকাল ১০টার দিকে পরীক্ষার আয়োজক এবং সাংবাদিকরা পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন,কিশোর কন্ঠ’র উপদেষ্টা আহমেদ মাহফুজ, তারিক আহমেদ, কিশোর কন্ঠ জেলা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম, ভেড়ামারা উপজেলা ইসলামী ছাত্র শিবির’র সভাপতি ও কিশোর কন্ঠ ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান মোঃ মুরসালিন, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক মানবজমিন প্রতিনিধি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহ্ জামাল, দৈনিক সমকাল প্রতিনিধি আজিজুল হাকিম।
ভেড়ামারায় অটোরিকশা মালিক চালকদের আলোচনা সভা ও মিলনমেলা
ভেড়ামারা প্রতিনিধি ঃ
কুষ্টিয়ার ভেড়ামারার সাতবাড়িয়া হাইস্কুল মাঠে গতকাল শনিবার দুপুরে অটোরিকশা মালিক চালকদের আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ধরমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম সরকার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, অটোরিকশা এবং সিএনজি মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, দৈনিক যুগান্তর পত্রিকার ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস পয়েন্টে’র ব্যবস্থাপনা পরিচালক শাহ জামাল, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, প্রতিভা মডেল একাডেমি স্কুলের প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিলন মেলায় অটোরিকশা মালিক ও চালকরা তাদের কষ্টের কথাগুলো তুলে ধরেন।