মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরষ্কার বিতরণ 

প্রকাশিত হয়েছে -




 সুমন শেখ কুষ্টিয়া থেকে।।





মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র ও মেধা অন্বেষণ পুরষ্কার বিতরণ -২০২৪  অনুষ্ঠিত হয় । গতকাল সকাল ১০:০০ ঘটিকায় ময়রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় ।  মেধা অন্বেষণের জন্য ১৬ই ডিসেম্বরে মেধাবী যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয় । এতে বিভিন্ন প্রতিষ্ঠানের তিন ক্যাটাগরিতে ৫৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। নির্বাচিত ৩ ক্যাটাগরিতে ৯ জন শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকার কয়েক শত শীতার্ত মানুষের মানুষের মাঝে কম্বল বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুল ব্যাগ প্রদান করা হয় । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান মোঃ নাদিম আনজুম, সম্মানীয় অতিথি হোসাইন মোহাম্মদ ওয়াসিম ফিরোজ,ইনষ্টাক্টর (গণিত) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট, প্রধান আলোচক- আ ফ ম আসাদুল আমিন, সাবেক প্রধান শিক্ষক,ডিজিটি মা.বিদ্যা., সভাপতিত্ব করেন মোঃ চাঁদ মল্লিক, সাবেক প্রধান শিক্ষক প্রাগপুর মা.বিদ্যা । এ ছাড়া ও যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই সংগঠনটি ১২ বছর ধরে মানবতার জন্য কাজ করে চলেছে তারা হলেন  এস এম ওয়াজেদ আলী প্রভাষক ডঃ ফজলুল হক গার্লস কলেজ,মোঃ কামরুল হাসান, প্রধান শিক্ষক আল্লার দরগা মা.বিদ্যা. মোঃ মিজানুর রহমান, প্রধান শিক্ষক আইডিয়াল বালিকা বিদ্যালয়, মোঃ জাহাঙ্গীর আলম সহকারী শিক্ষক,জেএমজি মা.বিদ্যা.অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এ এফ মোস্তফা কামাল।