বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কচাকাটায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে -




মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:





আজকের সঞ্চয় আগামীর সহায় এই প্রতিবাদ্য নিয়ে কুড়িগ্রামের কচাকাটায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২ শে ডিসেম্বর) বণিক সমিতির সাবেক সভাপতি ও চিকিৎসক ডাঃ খন্দকার বাবুল আহমেদ এর সভাপতিত্বে কচাকাটায় নতুন করে নতুন ঘরে ব্যাংকিং শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।তিন শতাধিক মানুষের উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন এজেন্ট ব্যাংকিং শাখার সত্বাধিকারী (এজেন্ট) মোঃ মমিনুর রহমান, ব্যাংক এশিয়ার কুড়িগ্রাম জেলা কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ আলমগীর হোসেন, পুলিশ কর্মকর্তা মোঃ শাহালম,সাংবাদিক আব্দুল কুদ্দুস চঞ্চল, রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক নুরুজ্জামান কবীর, রফিকুজ্জামান লাভলু, আব্দুল বাতেন প্রমুখ। এসময় এজেন্ট ব্যাংকিং সেবার বিভিন্ন সুবিধা তুলে ধরে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন ব্যাংকের কর্মকর্তাগণ, এবং প্রান্তিক এই জনপদের অর্থনৈতিক উন্নয়নের চাকা বেগবান করতে ব্যাংকটির সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বাস প্রদান করা হয়।