মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গভীর রাতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কুষ্টিয়া ডিসির কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





রাতের আধারে রেলস্টেশন ও শহরে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কুষ্টিয়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান কম্বল বিতরণ করেছেন।

শীতার্তদের কষ্ট নিবারণে কম্বল বিতরণের উদ্দ্যোগ গ্রহণ করেন কুষ্টিয়ার এই নবাগত জেলা প্রশাসক।

রবিবার (২২ ডিসেম্বর) কুষ্টিয়ার খেটে-খাওয়া, অসহায়, ছিন্নমূল শীতার্তদের মাঝে রাত সাড়ে ১০টার দিকে কম্বল বিতরণ করতে দেখা যায়। এর সপ্তাহ খানেক আগে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলকে দায়িত্ব দেন কম্বল বিতরনের। সে সময় কম্বল বিতরণ করে বেশ আলোচনায় আসেন তিনি।শীত নিবারনে কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকার অংশ হিসেবে পুনরায় জেলা প্রশাসক নিজ হাতে শহরের ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করেন। কম্বল বিতরনকালে এনডিসি তাফছিরুল হক মুন, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, সদর উপজেলা এ্যাসিল্যান্ট রিফাতুল ইসলাম সহ জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় দেখা যায়, জেলা প্রশাসক তৌফিকুর রহমান নিজ হাতে রেলষ্টেশনে ঘুমিয়ে থাকা শীতার্তদের গায়ে কম্বল বিছিয়ে দেন। এছাড়া স্টেশনে থাকা সকল বয়সী প্রায় শতাধিক ও শহরের বিভিন্ন রিকশা চালক সহ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। রাতে শীতবস্ত্র কম্বল পেয়ে খুশি এসব অসহায় মানুষগুলো।

এদিকে শীতবস্ত্র কম্বল পাওয়া বেশ কয়েকজন বলেন, অনেক সময় শীতের কারণে ঘুম ভেঙে যায়। কিন্তু আজকে ডিসি স্যার আমাদের একটা শীতবস্ত্র কম্বল দিয়েছেন। এখন একটু হলেও শান্তিতে ঘুমাতে পারব।

জেলা প্রশাসক তৌফিকুর বলেন, দিন যত যাচ্ছে শীতের প্রকোপ বাড়ছে। তাই খেটে-খাওয়া, প্রতিবন্ধী, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। তবে যে সকল এলাকায় শীতবস্ত্র কম্বল এখনো বিতরন করা হয়নি, সে সকল এলাকায় কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।