মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

সাবেক এমপি সোহরাব উদ্দিনের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি :





বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুষ্টিয়া শহরের পুলিশ লাইনের সামনে অবস্থিত অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নিজ বাসভবনে এবং সন্ধার পরে মজমপুর সূর্য শিখা ক্লাবে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় এলাকার ২ শতাধিক দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এসময় সোহরাব উদ্দিন বলেন, দীর্ঘদিন আমি কুষ্টিয়ায় বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছি। কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়নের সাধারণ মানুষের সাথে আমার দলের কথা প্রচার করেছি,বিএনপি প্রতিটি নেতাকর্মীর সাথে আমার আত্মার সম্পর্ক। সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বছরও এই শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে বিএনপি সবসময়ই মানবিক কাজ করেছেন। শীতবস্ত্র বিতরণের সময় জেলা বিএনপির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানার যুগ্ন আহবায়ক রবিউল আওয়াল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান টিপু, ও সহ সভাপতি উজ্জ্বল, বিএনপি নেতা লাল,যুবদলের শামসুদ্দিন আহমেদ কটা, উজ্জ্বল, জসিম,সালাম,রকিবুল, সুজন,নাদিম,শামুল, নাইম, রাজিব খন্দকার জিয়া ইমরান,ছাএদলের, জিম,জিবন,তানভীর ,ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।