বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে অ-১৫ জাতীয় ফুটবল লীগ ২০২৫ এর জন্য কুষ্টিয়া জেলা দলের বাছাই ক্যাম্প আগামি ২৮/২৯ ডিসেম্বর ২৪ কুষ্টিয়া মহিনী মিল মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত হইবে। আগ্রহী খেলোয়াড়দের জন্মনিবন্ধন কার্ড (যাদের জন্মতারিখ ০১-০১-২০১০ হইতে ৩১-১২-২০১২এর মধ্যে তারাই অংশগ্রহণ করতে পারবে)।ভেরিফাইড সনদ, ২কপি পাসপোর্ট সাইজ ছবি, পিতা মাতার জাতীয় পরিচয় পত্রের কপি, খেলার বুট, হুজ, জার্সি সাথে আনতে হইবে।
বি: দ্র: উপস্হিত খেলোয়াড়দের কোন প্রকার যাতায়াত ও অন্যান্য খরচ প্রদান করা হইবেনা।
সাধারন সম্পাদক,
খন্দকার সাদাত উল আনাম পলাশ
জেলা ফুটবল এসোসিয়েশন কুষ্টিয়া।যোগাযোগ – ০১৭১২২৪৯৮৯০