মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

উজানগ্রাম ইউনিয়ন কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ

প্রকাশিত হয়েছে -




তিতাস আহম্মেদ:





বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশে আগামী ৩ মাসের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে কৃষক দলের নেতৃত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে (৯ নভেম্বর) জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কর্মসূচির ঘোষণা দেন তিনি।তারই ধারাবাহিকতায় আজ ২৪/১২/২০২৪ খ্রীঃ বিকেল ৩টার দিকে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজানগ্রাম ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন আরিফুর রহমান সুমন জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা অ্যাডভোকেট নুরুল ইসলাম সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল কুষ্টিয়া জেলা,মমিনুল ইসলাম আহ্বায়ক জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা আশরাফুল ইসলাম সদস্য সচিব জাতীয়তাবাদী কৃষক দল সদর উপজেলা, সাইফুল ইসলাম ভূট্ট সাবেক সভাপতি উজানগ্রাম ইউনিয়ন বিএনপি, আব্দুল মজিদ সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি,বিপ্লব হোসেন আহ্বায়ক উজাগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল,সুজন রহমান সদস্য উজানগ্রাম ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল, প্রফেসর আব্দুল মজিদ ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক ইউনিয়ন যুবদল,সহ স্থানীয় নেতা কর্মীরাএছাড়া উপস্থিত ছিলেন উজানগ্রাম ইউনিয়ন কৃষি কর্মকর্তা সাইদুর রহমান।

আরিফুর রহমান সুমন বলেন,কৃষকদের বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হবে। আমরা প্রতিটি জিনিসের দাম কমাতে চাই। কৃষকের পানির সুবিধা, সংরক্ষণ ও মাটির নিচে পানির ব্যবহার কমাতে বিএনপি ক্ষমতায় গেলে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারও শুরু হবে। এছাড়াও কৃষি খাতে দৃষ্টি দেয়ার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের উদ্যোগ নেওয়া হবে।

নুরুল ইসলাম বলেন যেখানে কৃষি সংক্রান্ত সমস্যাগুলো জানার চেষ্টা করা হবে। পরবর্তীতে জনগণের সমর্থনে সরকার গঠনের পর কৃষকদের সেসব সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবো।

বিশেষ দৃষ্টিগোচর বিষয় ছিল যে, নেতাকর্মীরা প্রোগ্রামের পুরো সময় মাটিতে বসে সাধারণ মানুষের সঙ্গে অংশগ্রহণ করেন। এ পরিবেশ কৃষকদের সঙ্গে তাদের আত্মিক সংযোগ এবং সাধারণ জীবনের প্রতি শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এই ধরনের অনন্য দৃশ্য উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং অনুপ্রেরণা যুগিয়েছে।

আলোচনায় কৃষকদের বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল সেচের অপ্রতুলতা, আধুনিক কৃষি প্রযুক্তির অভাব, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, এবং উচ্চমূল্যের কৃষি উপকরণ। আলোচকরা সমস্যাগুলোর দ্রুত সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন এবং সরকারের সংশ্লিষ্ট দফতরকে এসব বিষয়ে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

উপস্থিত নেতাকর্মীরা কৃষকদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তাদের অধিকার রক্ষার অঙ্গীকার করেন। প্রোগ্রামের শেষে সাধারণ কৃষকরা এমন আয়োজনের জন্য কৃষক দলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।এই ধরনের উদ্যোগ কৃষকদের মধ্যে আশার সঞ্চার করেছে এবং তাদের জীবনের উন্নয়নে দলের কার্যক্রমের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।

এছাড়া অনুষ্ঠান শেষে নেতা কর্মী ও কৃষকরা এক কাতারে বসে খাবার খেয়েছেন।এমন ঘটনায় সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।