বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

চুয়াডাঙ্গায় রকেট ট্রেনের নিচে ঝাপ দিয়ে যুবকের আত্নহত্যা

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা:





চুয়াডাঙ্গা শহরের রেলগেট নামক স্থানে চলন্ত রকেট মেইল ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় চুয়াডাঙ্গা শহরের মেইন রেলগেটের পাশে দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ হিরণ শেখ(৪০) চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়।সঙ্গে সঙ্গে মস্তক বিচ্ছিন্ন হয়ে তার মৃত্যু হয়।চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানায়,খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী রকেট মেইল ট্রেনে দুপুর ২টায় কাটা পড়ে হিরণের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।