বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

আলমডাঙ্গায় ২৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার -১

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ ব্যাক্তিকে গ্রেফতার করেছে।

শনিবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) কাজী শামসুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার আসাননগর গ্রামস্থ হাউসপুর টু সাদাব্রীজ গামী রোডে একটি ভাংড়ীর দোকানের সামনে হতে বকশিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলেমোঃ লিটন আলী(৩৫) কে গ্রেফতার করে।পরে তার দেহ তল্লাশি করে ২৫ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।