মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে সদর সার্কেল আনিসুজ্জামানের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর সাড়ে ১২ টায় পুলিশ সুপারের অফিস কক্ষে সদ্য বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। উল্লেখ
চৌকস এ পুলিশ কর্মকর্তা গত ২ অক্টোবর ২০২১ খ্রিঃ জেলায় সদর সার্কেল হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন, আপামর জনসাধারণের নিরবিচ্ছিন্ন সেবাদানসহ সততা, সাহসীকতা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি চুয়াডাঙ্গা জেলা হতে জেলা পুলিশ, খুলনায় বদলীর আদেশপ্রাপ্ত হন। বদলীজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপার তাকে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং তার কর্মময় জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।