বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দর্শনায় ৩০ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ





চুয়াডাঙ্গার দর্শনা বাসষ্টান্ড হতে ভারতীয় ৩০বোতল ফেনসিডিলসহ জীবননগরের নাইম নামের এক যুবক গ্রেফতার হয়েছে।

রবিবার সকাল ৮টায় দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) মো. তোরগুল হাসান সোহাগ, এএসআই (নিঃ) আবু আল ইমরান, এএসআই (নিঃ) মো. আরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেয়। এসময় জীবননগর উপজেলার শাহাপুর উত্তরপাড়ার জামিন হোসেনের ছেলে নাঈম হোসেন(১৯) কে সন্দেহ হলে তাকে আটক করে।পরে তার হেফাজতে থাকা ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে।এদিকে এলাকাবাসির দাবী পথে
ঘাটে দু’চার বোতল ফেনসিডিল না ধরে এরা যাদের কাছ থেকে ক্রয় করে আনে তাদেরকে আইনের আওতায় আনা উচিৎ।