নারায়ণগঞ্জ ও কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) পদে দুই কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুল রহমানকে নারায়ণগঞ্জে এবং গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) শামীম আরা রিনিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। মো. তৌফিকুল রহমান চলতি বছরের ৩ নভেম্বর জেলা প্রশাসক হিসেবে কুষ্টিয়ায় যোগদান করেন।