আবুল মাজন রনি, মালয়েশিয়া প্রতিবেদকঃ
মালয়েশিয়ায় “নিজের বলার মতন একটা গল্প ফাউন্ডেশন” এর এন আর বি মালয়েশিয়া টিমের অফলাইন মিট আপ ও ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। বুধবার (০১ জানুয়ারি) বছরের শুরুতে বিকেল তিনটার দিকে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন মালয়েশিয়ার টিমের সদস্য বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া টিমের সকল ডায়নামিক সুপার এক্টিভ সদস্যরা।
ফিজিক্যাল মিট আপ অনুষ্ঠানে সদস্যরা বলেন, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ১লা জানুয়ারি। আবার বছরের প্রথম দিন৷ দিনটিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আরো বলেন, ফিজিক্যাল মিট আপ মানে হচ্ছে একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে তোলার সুবর্ণ সুযোগ এবং নিজের ব্র্যান্ডিং ও নেটওয়ার্ক বৃদ্ধি করা।
পরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ এর প্রতি। তিনি মিলন মেলার মতো সুন্দর একটা ভালোবাসা পরিবার তৈরি করে দিয়েছেন। দেশের বাহিরে প্রবাসের মাটিতে আমাদের একটা পরিবার নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন । এন আর বি মালয়েশিয়া টিমের ৩৫শত এর অধিক সদস্য। সুপার একটিভ কান্ট্রির সাথে তাহলে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে মালয়েশিয়া টিম।
নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনটি ২০১৮ সালের জানুয়ারিতে মাত্র ১৬৪ জন তরুণ-তরুণীকে নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা থেকে যাত্রা শুরু। যার শিক্ষার্থী সংখ্যা গত ৭ বছরে এখন সাড়ে ১৩ লাখের বেশি তরুণ-তরুণীকে নিয়ে ২৭ টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে বর্তমান ২৮ তম ব্যাচের প্রশিক্ষণ চলমান! এখন এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যার প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ।