যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে আমরা প্রস্তুত: কোম্পানি কমান্ডার খন্দকার গোলাম মোর্ত্তুজা
নিজস্ব প্রতিনিধিঃ
সকল প্রকার আইন-শৃঙ্খলা বিষয়ক নির্দেশনা বাস্তবায়নে বিশেষ নিরাপত্তায় কুষ্টিয়ায় দিনব্যাপী মাঠে ছিলো র্যাব-১২। ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)।
অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে র্যাব সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক কুষ্টিয়ায় র্যাব-১২ ফোর্সেসকে জেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে।
বুধবার (০১ জানুয়ারি) দেখা যায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল জনগণের নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছেন।
এসময় র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, র্যাব সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক জেলার দায়িত্বপূর্ণ এলাকার উল্লেখযোগ্য ভেন্যুসমূহ ও তার পাশের এলাকায় গোয়েন্দা নজরদারি এবং নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে (র্যাব-১২) শহরের গুরুত্বপূর্ণ স্থানে যাওয়া হয়। তিনি আরো বলেন, ইংরেজি নববর্ষবরণে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করতে জেলায় র্যাবের গোয়েন্দা ও আভিযানিক দল প্রস্তুত রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছিলো। কুষ্টিয়ায় যে কোনো ধরনের নাশকতামূলকসহ যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করতে র্যাব-১২ প্রস্তুত রয়েছে। তবে দিনটি ঘিরে জেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে র্যাবের গোয়েন্দা সংস্থা জানান।