মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে -





মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:





কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ বোতল ফেনসিডিলসহ ১ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এঘটনায় জেলা পুলিশ মিডিয়া জানায়- কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম থানার আওতাধীন ১নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা এলাকা থেকে মাদক কারবারি মোছা. রাশেদা বেগমকে (৩৬) ৭ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করে এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।