নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় শহর যুবলীগের একদল নেতা প্রতিবাদ মিছিল করার চেষ্টাকালে ধাওয়া খেয়ে পালালেন।
শুক্রবার (০৩ জানুয়ারি) সন্ধা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহর যুবলীগের ব্যানারে বিএনপি-জামায়াতের, হত্যা নৈরাজ্য ও মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করার উদ্যোগ গ্রহণ করেন। এক তথ্য সূত্রে পদবঞ্চিত কুষ্টিয়া জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি জানতে পারেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসররা শহরের জগতির ফুলবাড়িয়া এলাকায় মিছিল করার প্রস্তুতি নিয়েছে। সেখানে রাব্বির নেতৃত্বে যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী তাৎক্ষণিক ফুলবাড়ি এলাকায় পৌছালে স্বৈরাচার আওয়ামীলীগের সহযোগী সংগঠন শহর যুবলীগের সদস্যরা পালিয়ে যায়। এবিষয়ে সাবেক ছাত্র দলের নেতা রাব্বি জানান, সংবাদ পেয়ে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। পুলিশ উক্ত স্থানে পৌছালে কিছু দেশীয় অস্ত্র ও শহর যুবলীগের ব্যানার উদ্ধার করেন। ব্যানারে বিএনপি-জামায়াতের, হত্যা নৈরাজ্য ও মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল লেখা দেখা গিয়েছে। পদবঞ্চিত ছাত্রদলের সাবেক নেতা রাব্বি আরো জানান, আমরা ধাওয়া করলে দেখা যায়, শহর ১৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, নিষিদ্ধ হওয়া সংগঠন জেলা ছাত্র লীগের সহ সভাপতি সেলিম হোসেন রাজ ও আরেক যুবলীগ নেতা সজীব সহ শহর যুবলীগের ২০ থেকে ২৫জন ব্যানার ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে যায়।
এদিকে জগতি ক্যাম্প ইনচার্জ আব্দুল আলিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছু দেশীয় অস্ত্র ও শহর যুবলীগের একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে জানতে চেয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেহাবুর রহমানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নাই।