নিজস্ব প্রতিনিধিঃ
কনকনে শীতে’ কাক ডাকা ভোরে, চারিদিকে ঘন কুয়াশাকে উপেক্ষা করে কৃষি কাজে চাষীদের সাথে মাঠে কাজ করছে জাতীয়তাবাদী কৃষকদলের নেতাকর্মী। সেই সাথে মাঠে নেমেছে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
শনিবার (০৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের ১৭নং ওয়ার্ডের বাইপাস সড়কের পাশে কৃষি জমিতে দেখা গিয়েছে চাষীদের পেঁয়াজ লাগাতে সহযোগিতা করছে কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম নুরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পেঁয়াজ লাগানোয় অংশ গ্রহণ করে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এক সাক্ষাৎকারে বলেন, পিছিয়ে পড়া কৃষকের উন্নয়ন হলে সমৃদ্ধ হবে দেশ। প্রান্তিক কৃষকদের বাঁচাতে না পারলে উন্নত দেশ কল্পনাও করা যাবে না। তাই এতোদিনের বঞ্চিত কৃষকই হবে আগামীর বাংলাদেশের রুপকার। আগামীতে দেশ নায়ক তারেক রহমান ক্ষমতায় আসলে কৃষকের কর্মসংস্থান করা হবে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ্য করে বলেন, একসময় গমের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই গমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গম গবেষণার ওপর গুরুত্ব দেন সফল রাষ্ট্র নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
প্রকৌশলী জাকির হোসেন সরকার আরো বলেন, কৃষিখাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ব্যাপক অবদান রেখেছিলেন। আগামীতে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে কৃষকদের সার্থ সংশ্লিষ্ট কাজ করবে বলে জানান তিনি। সোনার বাংলা গড়তে কৃষকদের ভূমিকা অপরিসীম।