নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহরে “গ্যাজেট গুরু” মোবাইল ক্রয়-বিক্রয়ের যাত্রা শুরু হয়েছে। গ্রাহকদের জন্য নতুন ও পুরাতন বিভিন্ন ভালো ব্রান্ডের মোবাইল ক্রয়- বিক্রয়ের জন্য শো-রুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
সোমবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাঁচ রাস্তার মোড় থেকে মজমপুর অভিমূখী আর এ খান রোড সংলগ্নে গ্যাজেট গুরু’ শপের শুভ উদ্বোধন করেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যুগান্তরের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আবু মনি জুবায়েদ রিপন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি লিটনউজ্জামান, দৈনিক কুষ্টিয়ার খবর ভারপ্রাপ্ত সম্পাদক আরাফাত হোসেন, দৈনিক খবরপত্র ও তরঙ্গ নিউজের কুষ্টিয়া প্রতিনিধি রেজা আহাম্মেদ জয় প্রমূখ। পরে দোয়া পরিচালনা করেন বাড়াদী মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম তৌহিদুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, গ্যাজেট গুরু এর স্বত্বাধিকারী নাইম ইসলাম ও আবু মুসা। সার্বিক কাজে সহযোগিতা করেন যুব সমাজের এক ঝাঁক তরুন।
উদ্বোধনকালে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, ভালো মানের মোবাইল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের বিশ্বাস অর্জন করতে হবে। যে কোন ব্যবসার ক্ষেত্রে বিশ্বাস অর্জন করতে পারলে ক্রেতার অভাব হবে না। আগামী দিনে সু-নাম অর্জনের মাধ্যমে গ্যাজেট গুরু মোবাইল শোপের সাফল্য কামনা করেন।
এদিকে গ্যাজেট গুরু’র স্বত্বাধিকারী নাইম ও মুসা বলেন, মোবাইল গ্রাহকদের জন্য নির্দিষ্ট মডেলের (ব্রান্ড) ফোন সেট ক্রয়- বিক্রয় করতে যাত্রা শুরু করেছি। আশা করছি ক্রেতাদের কেনাকাটা সহজ করে তুলবো। একজন মোবাইল গ্রাহক তার হাতের স্মার্ট ফোন বিক্রি করার সুবিধা পাবে। এছাড়া সকল শ্রেণী পেশার মোবাইল গ্রাহকরা তাদের পচ্ছন্দের নতুন ও পুরাতন মোবাইল ক্রয় করা সহ ন্যায্য মূল্যের উপর ভিত্তি করে অদলবদল করার সুবিধা ভোগ করতে পারবে।