বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় রাতে কম্বল নিয়ে হরিজন পল্লীতে ছুটে গেলেন জেলা প্রশাসক 

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





গত দুদিন ধরে কুষ্টিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া বিশেষ করে শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। এই অবস্থায় শীতের কষ্ট কিছুটা লাঘবে রবিবার রাত ৮ টায় শহরের কবি আজিজুর রহমান সড়কের (বড় স্টেশন রোডের) হরিজন পল্লীতে ছুটে যান কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান। এসময় হরিজন পল্লীর প্রায় দুই শতাধিক পরিবারের সদস্যদের হাতে কম্বল তুলে দেন তিনি। জেলা প্রশাসকের কাছ থেকে কম্বল পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন হরিজন পল্লীর বাসিন্দারা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল ওয়াদুদ, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।