নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ার মিরপুরে দারিদ্র বিমোচন জনকল্যান প্রকল্পের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।গতকাল রবিবার (০৫ জানুয়ারী) সকালে মিরপুর বিজিবি ক্যাম্পের সামনে সেক্টরপাড়ায় সংস্থাটির মিরপুর শাখা অফিস উদ্বোধনের পরে উপজেলার প্রতিটি ইউনিয়নের একজন প্রতিবন্ধীকে এসব হুইল চেয়ার দেয়া হয়।আরবিআরএমএফ (গভঃ রেজি নং-৩২৬৮/২১) ও গণ উন্নয়ন সোসাইটি (গভঃ রেজি নং-১১৫৪) এর বাস্তবায়নে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আহবায়ক আশরাফুজ্জামান শাহিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রোকনুজ্জামান,দারিদ্র বিমোচন জনকল্যান প্রকল্পের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এলাকার আঞ্চলিক প্রকল্প পরিচালক নূর কালাম,আঞ্চলিক পরিচালক (উত্তরাঞ্চল) মামুন মিয়া,আঞ্চলিক পরিচালক(পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চল হাসিবুর রহমান হাসিব। কুষ্টিয়া জেলা প্রকল্প পরিচালক এম.এ.এইচ হাসেমের সভাপতিত্বে ও মিরপুর উপজেলা কো-অর্ডিনেটর মিলন হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রকল্পের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।