বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুমারখালীর বাগুলাটে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

প্রকাশিত হয়েছে -




কুমারখালী প্রতিনিধিঃ





কুষ্টিয়া কুমারখালীর বাগুলাটে আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বাগুলাট দমদম জুয়েল স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) বিকেলে বাগুলাট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন, উক্ত ক্লাবের সভাপতি বিল্লাল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন ও সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম নুরুল। এতে সঞ্চালনা করেন ইব্রাহীম শামীম ও সার্বিক তত্বাবধানে ছিলেন পিয়ার আলী। খেলায় বিজয়ী হয় মধুপুর স্পোর্টিং ক্লাব ও রানার্স আপ দুর্বাচারা স্পোর্টিং ক্লাব।

এসময় জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার দিকে অগ্রসর হতে সকল তরুণ যুব সমাজের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গনে মরহুম আরাফাত রহমান কোকোর অবদান অপরিসীম। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠ কে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর সন্তান হিসেবে তিনি প্রায় প্রকাশ্যে না এসে অনেকটা নিভৃতে নিবেদিত প্রাণ ক্রীড়া সংগঠক ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখেন। আজকে ক্রীড়া সংগঠনগুলো এত শক্তিশালী হওয়ার পাশাপাশি দেশ-বিদেশে আন্তর্জাতিকভাবে ক্রীড়া জগতে যে সুনাম অর্জন করে চলছে তার পেছনে আরাফাত রহমান কোকোর বিরাট অবদান রয়েছে। পরে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।