বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

ভাড়াটিয়ার বিরুদ্ধে সিসি ক্যামেরা ভাঙচুর ও ঘরের মালামাল লুটপাটের অভিযোগ 

প্রকাশিত হয়েছে -





নিজস্ব প্রতিবেদক :






কুষ্টিয়ায় পাঁচতলা ভবনের একটি বাড়ির সিসি ক্যামেরা ও বাসা মালিকের রুমের মালামাল লুট করার অভিযোগ উঠেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় শামসুন্নাহার বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় পাঁচজনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, বটতৈল ইউনিয়নের কবুরহাট  এলাকার সোবাহান ও তার ছেলে সাজদার,চৌড়হাস ফুলতলা এলাকার আলাউদ্দিন, নজরুল ইসলাম ও তার স্ত্রী মিনু বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজ মিয়া ভিলা বাড়িটির মালিকের নিকট আত্মীয় হওয়ায় ভবনের ৫ মালিকের মধ্যে সীতারা ইসলাম ও হাসান হাসিব নামে দুই মালিকের ৯টি ফ্ল্যাটের দেখভালের দায়িত্বে আছেন মোছাঃ সামসুন্নাহার। বাকি ৩ মালিকের ফ্লাটের দেখাশোনার দায়িত্ব পালন করেন মিনু বেগম ও তার স্বামী নজরুল ইসলাম। তবে মিনু ও নজরুলের আওতাধীন ফ্ল্যাটের ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরে ভবনের ছাদ অপব্যবহার করে আসছে। এতে করে ছাদ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। মিনু ও নজরুলসহ তাদের ভাড়াটিয়ারা ছাদে পানির পাইপ ভেঙ্গে হফেলে। তারা রান্না-বান্না করে, মাছ-মাংসের উচ্ছিষ্ট ফেলে রাখে। এসব কার্যক্রম দেখে মিনু ও নজরুলকে নিষেধ করেন  সামসুন্নাহার  এবং ভবনে বসবাসের পরিবেশ রক্ষা করতে অনুরোধ করেন তিনি। তবে তাঁরা সেই কথা না শুনে উল্টা মিনু ও নজরুল সামসুন্নাহারের উপর ক্ষিপ্ত হয় এবং তার মালিকের লাগানো ছাদে থাকা সিসিটিভি খুলে নিতে হুমকি দেন।তাদের হুমকির ভিডিও ফুটেজ সংরক্ষণ রয়েছে। তবে সিসিটিভি ক্যামেরা না খোলায় মিনু ও নজরুল উপর ক্ষিপ্ত হয়ে সামসুন্নাহারের নিয়ন্ত্রণে থাকা সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এছাড়াও তাঁরা বাসার মালিক হাসান হাসিবের রুমে ঢুকে প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট করে। যা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে নিশ্চিত হয়।
বিষয়টি নিয়ে মডেল থানার অফিসার্স ইনচার্জ শিহাবুর রহমান শিহাবের সাথে কথা বলে তিনি জানান,বিষয়টি দেখতে হবে এখন পর্যন্ত আমার নজরে আসেনি।