বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাজশাহীতে ১২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমান,প্রতিনিধি:





রাজশাহীতে ১২ বোতল ফেনসিডিলসহ শাহাআলম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি’র রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যলয়ের সদস্যরা।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে আরএমপির কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম মোল্লাপাড়া এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

জানা গেছে,মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের তত্ত্বাবধানে এসআই বায়েজিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম মোল্লাপাড়া এলাকার    মাদক ব্যবসায়ী শাহাআলমের বসতঘর ঘেরাও করে অভিযান পরিচালনা শুরু করলে ঘরে থাকা একটি  টিনের বাক্সের ভিতরে লুকানো অবস্থায় ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিএনসির চৌকস দলটি।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১২ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।