বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়ায় অসহায় দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সিহাব উদ্দিন

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধি ॥





কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনিতে  অসহায় ও হতদরিদ্রদের মাঝে নিজস্ব অর্থায়নে ২ শতাধীক শীত বস্ত্র কম্বল বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও এসবি সুপার ডিলাক্সের স্বত্ত্বাধিকারী সিহাব উদ্দিন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এই শীত বস্ত্র বিতরণ করা হয়। সিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। দূর্বলদের প্রতি জুলুম করা যাবেনা। এতিমদের প্রতি সহানুভুতি দেখাতে হবে। বর্তমান পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।
কম্বল বিতরণের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এসময় উপস্থিত ছিলেন
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, অতীতের ন্যায় এবছরেও কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও শহরের বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন সিহাব উদ্দিন।