বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

দৌলতপুর খলিসাকুন্ডিতে জেলা কৃষকদলের কৃষক সমাবেশ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব রিপোর্টারঃ





কুষ্টিয়া দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে এই কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু।
এতে বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম নুরুল। সদর উপজেলা কৃষকদলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম। সার্বিক পরিচালনা করেন দৌলতপুর উপজেলা কৃষকদলের সদস্য সচিব রুহুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য কহর আলী, দৌলতপুর উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুরাইয়া আক্তার কাজল। কৃষক নেতা শফিউদ্দিন শফি, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি সহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরিফুর রহমান সুমন বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার মন্ত্রী ও এমপিরা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। তিনি আরো বলেন, আগামী দিনে আপামর জনগনের ভোট ও সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।

উল্লেখ্য, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংঘটিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়ন শাখা কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ করা হয়।