বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গোস্বামী দুর্গাপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা

প্রকাশিত হয়েছে -




কুষ্টিয়া প্রতিনিধিঃ





কুষ্টিয়ার গোস্বামী দুর্গাপুরে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদে এই কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা রুবি আফরোজ। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল্টু রহমান। এছাড়া শংকরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সিদাম কুমার কর্মকার, সহকারী শিক্ষক তারেক ইমাম ও জহির রায়হান, গোস্বামী দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিউটি খাতুন, জেসমিন আক্তার ও খালেদা আক্তার, আড়পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও রুপালি খাতুন সহ পরিষদের সকল সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান লাল্টু রহমান বলেন, “নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে “আগামীর তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক কর্মশালাটি একটি ব্যাতিক্রম উদ্যোগ। আমরা আশাকরি এই কর্মশালার মধ্যদিয়ে নতুন প্রজন্ম নতুনভাবে দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সুশীল সমাজের তরুনরা উপস্থিত ছিলেন।