1. admin@protisomoyersomachar.com : admin : chayan ahmed
মোহনপুরে বিষাক্ত ম’দ পানে চারজন নি’হত - দৈনিক দিনের সমাচার
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাল সনদে চাকরি নেওয়া কুষ্টিয়ার আওয়ামী লীগ নেত্রী চাকরিচ্যুত কুষ্টিয়া চেম্বারের পরিচালকের সাথে জাতীয় পার্টির (কাজী জাফর) শুভেচ্ছা বিনিময় তারুণ্যের শক্তিতেই মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব — জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় সহ-সম্পাদক সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময় কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, অস্ত্রের মুখে চিকিৎসার টাকা লুট কুষ্টিয়ার পাঁচ ইউনিয়নে সদর উপজেলা বিএনপির নবগঠিত কমিটির মতবিনিময় নেতাকর্মীদের বই উপহার দিয়ে প্রশংসিত জিয়া সাইবার ফোর্সের নেতা পলাশ কুষ্টিয়ায় বাসের ধাক্কায় নারী আইনজীবীর মৃত্যু জিয়া সাইবার ফোর্সের সহ তথ্য ও গবেষণা সম্পাদক হলেন পলাশ

মোহনপুরে বিষাক্ত ম’দ পানে চারজন নি’হত

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ৩৭ বার পঠিত প্রিন্ট করুন




সোহেল রানা,ভ্রাম্যমান,প্রতিনিধি:





রাজশাহীর মোহনপুরে বিষাক্ত মদ পানে চারজনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে তিনজন বুধবার ও একজন বৃহস্পতিবার মারা যান। এছাড়াও অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন আরও চারজন। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

নিহতরা হলেন, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)। এদের মধ্যে বৃহস্পতিবার সকালে মারা যান মোংলার ছেলে একদিল। অপর তিনজন বুধবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে মারা যান।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬), সাঈদ আলীর ছেলে মোনা (২৮) ও আফসার আলীর ছেলে ফিরোজ হোসেন (২৮)।

রামেক হাসপাতালের মুখপাত্র সংকর কে বিশ্বাস বলেন, তার সবাই চুলাই মদ পান করে অসুস্থ্য হয়ে হাসপাতালে এসেছিল। যাদের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়ার পর দুইজন মারা গেছে। আর হাসপাতালে পৌছার আগে দুইজন মারা যান। এছাড়াও যে চারজন চিকিৎসাধীন আছেন তাদের অবস্থা স্থিতিশীল। তাদের পর্যবেক্ষনে রাখা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা আকতার বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নিহত মন্তাজের ছেলে মাসুম রানা বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এরা হলেন, উপজেলার মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

জাহানাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, কতজন এক সাথে মাদক সেবন করেছে তা আমি এখনো জানতে পারিনি। তবে চারজন মারা গেছে এবং চারজন হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের শারিরিক অবস্থা ভাল না বলে শুনেছি। পুলিশের অনুমতিতে চারজনের লাশ দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, উপজেলা ধোরর্সা গ্রামের হান্নান দেশীয় মদ পটেনসি (কট) ব্যবসায়ী। তার কাছ থেকে ক্রয় করে নিহত মন্তাজের বাড়িতে বসে মঙ্গলবার দিবাগত রাতে মদ পান করে তারা। এর পর তারা অসুস্থ্য হয়ে পড়লে রাতেই তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যাদের মধ্যে দুইজন হাসপাতালে পৌছার আগে এবং দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওই এলাকার বাসিন্দা মোহনপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব বলেন, তারা সকলে এক সাথে মদ পান করে মারা গেছে বলে আমরা ধারণা করছি। এমন ঘটনা আমরা কাম্য করিনা। তাই সঠিক তদন্ত করে মাদক ব্যবসায়ীসহ অর্থের বিনিময়ে মাদক নিয়ন্ত্রণকারীদেরও আইনের আওতায় আনা উচিৎ। এ ঘটনা বিশেষ তদন্তের দাবি জানাচ্ছি।

এই ক্যাটাগরির আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক দিনের সমাচার
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!