বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ দিনে পাঁচজন নিখোঁজ ভিকটিম উদ্ধার

প্রকাশিত হয়েছে -




মোঃ রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া :





কুষ্টিয়া মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে প্রেমঘটিত বিষয়ে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গত (২৮ ডিসেম্বর ২০২৪) তারিখ থেকে ( ১২ জানুয়ারী ২০২৫) তারিখ পর্যন্ত গত ১৫ দিনে শহরের বিভিন্ন এলাকা থেকে প্রেমঘটিত বিষয়ে নিখোঁজ হওয়া ভিকটিমদের কুষ্টিয়া সহ বিভিন্ন জেলা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে কুষ্টিয়া শহরের আমলাপাড়া থেকে ভিকটিম ঈশিতা বিশ্বাস (১৬) নিখোঁজ হয়। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-১৯৫৫, তারিখ-২৮/১২/২০২৪ ইং। পরবর্তীতে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেহাবুর রহমান শেহাবের নেতৃত্বে এসআই মোঃ মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ১১/০১/২০২৫ তারিখে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এলাকা হতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করা করেন।

এরপর গত ২ জানুয়ারী ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকা থেকে ভিকটিম লিখন আহমেদ (১৭) নিখোঁজ হয়। এ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যার জিডি নং-৮১, তারিখ-০২/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ০৪/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার চৌড়হাস এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করেন।

গত ৪ জানুয়ারী ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকা থেকে থেকে ভিকটিম মোছাঃ জুথি খাতুন (১৮) হয়। এ নিখোঁজ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যাহার জিডি নং-২২৫, তারিখ-০৪/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই মোঃ মুরাদুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ০৭/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার মজমপুর গেট এলাকা হতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করেন।

অপরদিকে গত ১০ জানুয়ারী ২০২৫ ইং তারিখে কুষ্টিয়া শহরের কোকোটপাড়া এলাকা থেকে ভিকটিম জান্নাতুল ফেরদৌসী মৌমিতা (১৭) নিখোঁজ হয়। এ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়। যার জিডি নং-৬৯২, তারিখ-১০/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই স্বপন কুমার তথ্য প্রযুক্তির সহায়তায় গত ইং ১১/০১/২০২৫ তারিখে যশোর জেলার কেশবপুর এলাকা হতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করেন।

এছাড়াও গত ১২ জানুয়ারী কুষ্টিয়া শহরের মজমপুর এলাকার সাফিনা টাওয়ারের সামনে থেকে ভিকটিম আম্মান আক্তার দোলা (২১) নিখোঁজ হয়। এ সংক্রান্ত কুষ্টিয়া মডেল থানায় একটি নিখোঁজ জিডি হয়।যার জিডি নং-৭৮০, তারিখ-১২/০১/২০২৫ ইং। পরবর্তীতে অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে এসআই অনুপ কুমার মন্ডল তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১২/০১/২০২৫ তারিখে কুষ্টিয়া জেলার হাউজিং এস্টেট এলাকা হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক পরিবারের নিকট জিম্মায় প্রদান করেন। এই সব কয়টি ভিকটিম প্রেম সংক্রান্ত বিষয়ে নিখোঁজ হয়েছিলো বলে জানিয়েছেন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেহাবুর রহমান শেহাব জানান, গত ১৫ দিনে কুষ্টিয়া মডেল থানার বিভিন্ন এলা থেকে পাঁচজন নিখোঁজ হয়। এ সংক্রান্ত বিষয়ে ভিকটিমের পরিবারের লোক কুষ্টিয়া মডেল থানায় নিখোঁজ জিডি করেন। এর ধারাবাহিকতায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ উদ্ধারের জন্য তৎপরতা শুরু করেন। আধুনিক টেনকনোলজি ও বিভিন্ন কৌশল অবলম্বন করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও যশোরে অভিযান পরিচালনা করে পাচজন ভিকটিম টে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভিকটিমের পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়।