বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

গনঅধিকার পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া পৌর শাখার পূনাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত হয়েছে -




জুয়েল মাহমুদ উজ্জল:





বাংলাদেশ গণঅধিকার পরিষদ (জিওপি) কুষ্টিয়া পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ইঞ্জিনিয়ার এম এ শাহেদ (ভিপি রন্জু) কে সভাপতি এবং ইঞ্জিনিয়ার কাজী সাব্বির আহমেদ কে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নাসের আহমেদ কে করা হয়েছে।

আজ শনিবার (১১ জানুয়ারী ) বিকেল ৩,টা গণধিকার পরিষদের কুষ্টিয়া জেলা কার্যালয়,ঘোষণা করা হয়। কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুক্তারুজ্জামান বেলু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিফুজ্জামানের যৌথ স্বাক্ষরে ৪১ সদস্য বিশিষ্ট এই পৌর কমিটিকে অনুমোদন দেয়া হয়।

এছাড়া নবগঠিত এই পৌর কমিটিকে দ্রুত সময়ের মধ্যে পৌরসভার ২১টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা পৌরসভাকে শক্তিশালী করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।