নিজস্ব প্রতিনিধিঃ
জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় পার্টি (কাজী জাফর) এর কুষ্টিয়া জেলা কার্যালয়ে, উক্ত দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরীর আহবায়ক হান্নান আহমেদ খান বাবলু’র স্মরণে এক দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু।
এসময় তিনি বলেন, হান্নান আহমেদ খান বাবলু ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক, তার সাথে যারা একবার মিশেছে, কথা বলেছে তারা তার কথা ভুলতে পারবে না। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অনেকখানি শুন্যতার সৃষ্টি হয়েছে। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সাধারন সম্পাদক আজমত আলী খান মনি, সাংগঠনিক সম্পাদক আরিফ খান চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ। জাতীয় যুব সংহতি জেলা শাখার আহবায়ক শেখ ইউসুফ রেজা রানা, জেলা শাখার জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মাহফুজুর রহমান লেখক ও সদস্য সচিব মুরছালিন, সদর উপজেলার আহবায়ক সুজাউদ্দৌলা রাজু। এছাড়া সংগঠনের আঃ মোনেম জনি প্রমূখ।