বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

কৃষকদলের উদ্যোগে কুষ্টিয়া শহরে অসহায়দের মাঝে সদর ইউএনওর কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে -




নিজস্ব প্রতিনিধিঃ





সারা দেশে জেঁকে বসেছে শীত। হালকা বাতাসে শীতে কাঁপছে কুষ্টিয়ার মানুষ। এতে চরম বিপাকে পড়েছে গবীর, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষেরা। এসব গরীব ও ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে উদ্যোগ গ্রহণ করে কুষ্টিয়া জেলা কৃষকদলের নেতৃবৃন্দ। শহরের অসহায় ছিন্নমূল মানুষের কষ্টে থাকার বিষয়টি সম্পর্কে জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীলকে অবগত করেন।

সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে হঠাৎ করে শহরের পৌর ১৩নং ওয়ার্ড এলাকায় অসহায় শীতার্ত ছিন্নমূল মানুষের দ্বারে দ্বারে ছুটছেন সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল। নিজ হাতে কম্বল বিতরণ করতে দেখা গেছে ইউএনওকে। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন।

এছাড়াও কুষ্টিয়া সদর থানা কৃষক দলের আহবায়ক খন্দকার মোমিনুল ইসলাম কাজিম, জেলা কৃষকদলের সদস্য আব্দুল খালেক, মোহাম্মদ রকিব হাসান, স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, পৌর ১৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন ও একই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হামিদুল। কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সুমন ইসলাম। জেলা নাগরিক কমিটির সদস্য স্বপন হোসেন। কৃষক নেতা মহিদুল, চান্নু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।