বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল

রাজশাহী জেলা ডিবির অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে -




সোহেল রানা,ভ্রাম্যমান,প্রতিনিধি:





রাজশাহীতে ৬০ বোতল ফেনসিডিলসহ শিমুল হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে জেলার চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে থেকে শিমুলকে গ্রেপ্তার করা হয়।

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়। সোমবার সন্ধ্যায় জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, শিমুল হোসেনের বসতবাড়ির মেইন গেটের সম্মুখে দুজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। তখন শিমুল টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ তাকে আটক করে। তখন তার কাছে থাকা একটি ব্যাগে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় রাতুল হোসেন নামে চারঘাটের আরেক মাদক কারবারি পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।