কক্সবাজার প্রতিনিধি:
মহেশখালী শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকার এক গৃহবধূ’কে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করছে ভুক্তভোগী পরিবার।
সোমবার ১৩ ই জানুয়ারি বেলা ২ টায় শাপলাপুর ইউনিয়নের জে.এম.ঘাট উত্তর পাড়াস্থ এলাকায় এই ঘটনা ঘটে। শাপলাপুরের জেএমঘাট এলাকার প্রবাসী মুহাম্মদ ছোটনের স্ত্রী সাজিয়া আক্তার (৩০) কে শাশুর বাড়ির লোকজন মারধরের অভিযোগ।
ভুক্তভোগী সাজিয়া আক্তার জানান – আমার স্বামী প্রবাসে থাকায় দীর্ঘ দিন ধরে পারিবারিক পারিবারিক দ্বন্দ্ব লেগে আছে। আজকে দুপুরে আমার ননদের জামাই, ননদ ও তার ছেলে সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে গায়ের উড়না দিয়ে হত্যার চেষ্টা করে। এই সময় আমার গলার স্বর্ণের চেইন ও কানের ধুল ছিনিয়ে নেন। তিনি আরও বলেন- আমাকে মারধর করে চলে যাওয়ার পথে সন্ত্রাসীরা আমার বাড়িঘর লুটপাট করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ১৩ বছরের কিশোরী হায়াত মনি জানান- আমার ছোট আম্মু কে আমার ফুফু আব্বা বেলাল হোসাইন ও ফুফাতো ভাই মো: আলী ফুফাতো বোন, আনার কলি, কাজল পাখি সহ কয়েক জন মিলে গলার ফাঁস দিতে হত্যার চেষ্টা করছে এবং বেধড়ক মারধর করছে।
অভিযুক্ত পরিবারের সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ চেষ্টা করলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।