নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া বিআরবি ক্যাবলের সামনে কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহীর একজন নিহত অপরজন আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ২:৩০ মিনিটের সময় মোটরসাইকেল আরোহী শান্ত (২২) ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সিয়াম (২০) নামের অপরজনকে সার্জারি বিভাগে ভর্তি করা হয়। সিয়ামের মাথা, এবং গলা দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে তার অবস্থা সংকটাপন্ন। কুষ্টিয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাকিবুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। নিহত শান্ত কুষ্টিয়া ডিসি কোর্ট চত্বরে মডার্ন কম্পিউটারের কর্মরত ছিল। অপরজনের বাড়ি কুষ্টিয়া শহরের মঙ্গলবাড়ী এলাকায়। তার বাবা একজন ভ্যান চালক। দুর্ঘটনার পর স্থানীয়রা উভয়কে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যান। একজনকে ইমারজেন্সি বিভাগ থেকে মৃত ঘোষণা করা হয়। সিয়াম নামের অপরজনকে দ্রুত সার্জারি বিভাগে প্রেরণ করা করে। নিহতের পরিবারের আহাজারিতে কুষ্টিয়া সদর হাসপাতাল শোকাচ্ছন্ন। জানা যায়, তিনটি মোটরসাইকেলে ছয়জন বন্ধু মিলে পোড়াদহের উদ্দেশ্যে রওনা দিয়ে ছিলো তারা। যাবার সময় পথিমধ্যে -সর্বপ্রথম মোটরসাইকেলটি এই দুর্ঘটনার কবলে পড়ে।