নিজস্ব প্রতিনিধিঃ
কুষ্টিয়া মিরপুর সমাজসেবা কার্যালয় কর্তৃক ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদের বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা উপকারভোগীদের লাইভ ভেরিফিকেশনে প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হয়েছে।
বয়স্ক ও বিধবা ভাতা ভোগীদের ক্ষেত্রে ভাতার বই ও এনআইডি কার্ড এর ফটোকপি এবং প্রতিবন্ধী ভাতা ভোগীদের ক্ষেত্রে ভাতার বই, প্রতিবন্ধী কার্ড, এনআইডি অথবা জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নেওয়া হয়।
লাইভ ভেরিভিকেশনের শুভ উদ্বোধন করেন ১৩নং ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন। এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কাগজ জমা নেন মিরপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এলাকার সকল ভুক্তভোগীদের সুবিধা দিতে দুইদিন ব্যাপী মঙ্গলবার ১৪ জানুয়ারি ও বুধবার ১৫ জানুয়ারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর আগে গত সোমবার ১৩ জানুয়ারি ভাতা ভোগীদের সচেতন করতে ধুবইল ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাইকিং করে বিষয়টি অবগত করা হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র উপকারভোগীদের স্বশরীরে উপস্থিতির মাধ্যমে লাইভ ভেরিফিকেশন কার্যক্রম সরেজমিন প্রত্যক্ষ করেন সমাজ সেবা কার্যালয়ের উর্দ্বোতন কর্তৃপক্ষ ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন।
ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সকল মেম্বারবৃন্দ এবং গ্রাম পুলিশগন।
এসময় উক্ত পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন বলেন, এখন জিটুপি পদ্ধতিতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর মাধমে ভাতার টাকা সরকার ভাতাভোগীর মোবাইল একাউন্টে পৌঁছে দিচ্ছে। ইদানিং ভাতাগ্রহীতার সারল্য ও অসচেতনতার সুযোগে এক শ্রেণির প্রতারক উপকারভোগীর মোবাইল একাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে।
চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন আরো বলেন, এ ধরনের প্রতারণা প্রতিরোধে ভাতাভোগীর মোবাইল একাউন্ট এর পিন কোড ও ওটিপি অন্য কাউকে না জানানো যাবে না।
এদিকে সমাজসেবা অধিদপ্তর থেকে জানানো হয়, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা–কর্মচারী অথবা ‘নগদ’ কর্মকর্তা–কর্মচারী পরিচয়ে কেউ মোবাইলে কোন তথ্য জানতে চাইলে তা সরবরাহ না করার আহব্বান জানানো হয়েছে।
পরে ২০২৪–২০২৫ অর্থ বছরে বর্ধিত কোটায় বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা, ভোগীদের কাছ থেকে সু শৃঙ্খল ভাবে প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়া হয়েছে।