নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলাধীন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ছয় মাসের জন্য অ্যাডহক কমিটির অনুমোদন
দেওয়া হয়েছে।
এতে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম। জেলা শিক্ষা অফিসার কর্তৃক শিক্ষক সদস্য মনোনীত হয়েছেন, মোঃ আবু তৈয়ব। উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক অভিভাবক সদস্য মনোনীত হয়েছেন জিয়াউর রহমান। উক্ত কমিটিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারী) আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বরাবর অ্যাডহক কমিটির অনুমোদন দিয়ে
চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে ০৩-১২-২০২৪ তারিখের 37.11.4041.441.00.001.20/34 স্মারক নম্বরের অনুমতি এবং “মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে উল্লেখিত সদস্য/সদস্যা সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পন্ন করে অনুমোদনের জন্য বোর্ডে দাখিল করতে বলা হয়।
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, “বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪”এর ৬৪- ধারানুযায়ী উল্লেখিত সদস্য সমন্বয়ে গঠিত বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন প্রদান করেন।