মোঃ নুরনবী সরকার, নাগেশ্বরী প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার প্রস্তাবিত কচাকাটা ( উপজেলার) বল্লভেরখাস ইউনিয়নের ব্রম্মত্তর গ্রামের মসজিদের নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উল্লেখ্য গ্রামটির সবচেয়ে পুরোনো মসজিদ ছিলো এটি।দির্ঘদিন টিনের চাল, আধাপাকা ঘরে নামাজ আদায় করতো গ্রামের মানুষ ও জামাত বাসি। অবশেষে মসজিদ কমিটির তহবিল নিয়ে পাকা ভবন নির্মাণ কাজের উদ্দ্যোগ নেন মুসল্লিরা।
সোমবার (২০ জানুয়ারি)বাদ যোহর নতুন ভবন ভিত্তি উদ্বোধন করেন তারা, গ্রামবাসীর উপস্থিতিতে এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রউফ মিয়া, আব্দুল করিম, আলহাজ্ব আব্দুল আউয়াল, আব্দুল হাকিম,মাহাবুর রহমান, নাহিদ হাসানসহ মসজিদের ইমাম ও মুয়াজ্জিন।পরে মহান আল্লাহর দরবারে মসজিদ নির্মাণ কাজের সম্পন্ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি মসজিদের নির্মাণ কাজে সকলের সহযোগিতা কামনা করেন স
স্থানীয় মুসল্লিরা।