নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৫) দুপুর ১টা ১০ মিনিটের দিকে কুষ্টিয়া মডেল থানাধীন মজমপুর রেলগেট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই রকিব উদ্দিন জনির নেতৃত্বে এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই মোঃ আঃ মতিনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানের সময় ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর বৈদ্যনাথপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে নিয়ামত আলী(৫০),গয়েশপুর এলাকার মৃত নাজিম উদ্দীনের ছেলে রিয়ন আহম্মেদ (২১), গোয়ালপাড়া এলাকার হামজাতের ছেলে সুজন(২১)।
অভিযানে পলাতক রয়েছেন মোঃ সালাউদ্দিন (৪০) নামের এক ব্যক্তি, তিনি কুষ্টিয়া পৌরসভার পূর্ব মজমপুর এলাকার ইকরামুল হকের ছেলে।
এ সময় ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় (প্রতিটি বোতলের পরিমাণ ১০০ মি.লি), যার অনুমানিক বাজারমূল্য ৮০,০০০ টাকা।
অভিযানের সময় ধৃত আসামীদের তল্লাশির মাধ্যমে তাদের কাছ থেকে ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষীদের সামনে আলামত জব্দ করা হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পলাতক আসামীকে ধরতে অভিযান চলছে।